ঢাকায় নারীবান্ধব গণপরিবহণ ব্যবস্থা গড়বেন রুবেল

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নারীবান্ধব গণপরিবহণ ব্যবস্থা ও নিরাপদ ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা সিটির উত্তরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত মেয়রপ্রার্থী ডা. আহম্মদ সাজেদুল হক রুবেল। বুধবার বনশ্রী ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও কাস্তে মার্কার গণসংযোগকালে তিনি এ কথা বলেন। ডা. আহম্মদ সাজেদুল হক রুবেল বলেন, নির্বাচিত হলে নগরবাসীর যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং যানজট নিরসনে প্রাইভেট কারকে নিরুৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সকল রুটে ডাবল ডেকার গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে। এ ছাড়া শ্রেণিভেদে ভাড়া নির্ধারণ করে দেয়া হবে। শিক্ষার্থীদের জন্য ৫০% কনশেসনের ব্যবস্থা করা হবে।