শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কৌশলে বিএনপি: তাপস

যাযাদি রিপোর্ট
  ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ২৪ জানুয়ারি ২০২০, ০০:১১
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস বৃহস্পতিবার রাজধানীর মুগদা সিএনজি স্টেশন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান -যাযাদি

বিএনপি সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার দুপুরে মুগদা সিএনজি স্টেশন এলাকায় আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন। তাপস বলেন, 'এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কৌশল অবলম্বন করছেন বিএনপির প্রার্থীরা। এই নির্বাচনে তারা নিজেরাই বলেছেন যে, তারা নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কৌশল হিসেবে নিয়েছেন।' মেয়রপ্রার্থী বলেন, 'ঢাকা দক্ষিণ সিটিতে ১৮টি নতুন ওয়ার্ড আছে। যেগুলোতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এই ১৮টি ওয়ার্ডকে আধুনিক ও উন্নত শহরে পরিণত করা হবে। নাগরিক হিসেবে তারা যেন সব সুযোগ-সুবিধা পায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।' তাপস বলেন, 'মেয়র নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। সিটি করপোরেশনের যে উন্নয়ন করা হবে তার সুবিধা সবাই গ্রহণ করবেন। এখানে কোনো দলমত থাকবে না।' স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আমি মুগদার মানুষের ঘরে ঘরে ভোট প্রার্থনা করতে চাই। আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। গণমাধ্যমকর্মীরা যাতে সুন্দর পরিবেশে কাজ করতে পারেন, তাদের সে সুযোগ তৈরি করে দেবেন। বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সুষ্ঠুভাবে কাজ করা যায় না।' ২৪ ঘণ্টা সেবা দেয়ার প্রতিশ্রম্নতি দিয়ে তাপস বলেন, 'এবার বৃহৎ পরিসরে সেবা করার জন্য মেয়র পদে দাঁড়িয়েছি। মেয়র নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটি এলাকার উন্নয়ন করে ঋণ শোধ করব। নগর ভবন শুধু মেয়র, মন্ত্রী এমপিদের জন্য নয়। সাধারণ মানুষের জন্য নগর ভবন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাব। ঢাকায় যতগুলো সেবা প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি নীতিমালায় আসতে হবে।' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাপস বলেন, 'নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে, খুব দ্রম্নত তা প্রকাশ করা হবে। সেখানে আমরা যেসব প্রতিশ্রম্নতি দেব তা বাস্তবায়ন করা হবে।' প্রতিটি ওয়ার্ডে আধুনিক সেবা নিশ্চিত করার কথা উলেস্নখ করে ফজলে নূর তাপস বলেন, 'আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড রয়েছে। আমরা সেই ওয়ার্ডগুলোতে আধুনিক নগরের সব সেবা ও সুবিধাগুলো প্রদান করতে চাই। \হআমরা দীর্ঘমেয়াদি ৩০ বছরের নতুন পরিকল্পনা করব। সেখানে এই ১৮টি ওয়ার্ডকে আমরা আধুনিক ওয়ার্ডে পরিণত করার মহাপরিকল্পনা প্রণয়ন করছি।' তিনি বলেন, 'নির্বাচনে দলমত নির্বিশেষে ঢাকাবাসী তাদের সেবক নির্বাচিত করবেন। আমি আশা করব, আমরা ঢাকার পরিবর্তনের যে নতুন রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেই ঐতিহ্য, সুন্দর ও সুশাসিত ঢাকার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে রায় প্রদান করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে