আয়াতুলস্নাহর চিন্তা ব্যাচেলরদের নিয়ে

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে, মেয়র প্রার্থীদের প্রচারণায় সরব হচ্ছে রাজধানী। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের প্রচারণায় সংবাদমাধ্যমের সার্বক্ষণিক চোখ থাকলেও অনেকটা একা ভোট চেয়ে বেড়াচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক মেয়র প্রার্থী। তার নাম আকতারুজ্জামান ওরফে আয়াতুলস্নাহ। বাংলাদেশ কংগ্রেস নামে একটি দলের সমর্থিত এ মেয়র প্রার্থী 'বাংলাদেশ মেস সংঘ' নামক সংগঠনের মহাসচিব। মাঝেমধ্যে তার সঙ্গে দু'চারজন থাকলেও অনেক সময় আয়াতুলস্নাহকে একাই প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এমনকি দেয়ালে বা গাছে উঠে ব্যানার সাঁটানোর কাজও করতে হচ্ছে তাকে। 'ডাব' প্রতীকের এ প্রার্থী গতবারের নির্বাচনে মেয়র পদে পেয়েছিলেন ৩৬৫ ভোট, প্রচারণায় কারও মনোযোগ কাড়তে না পারলেও তিনি আশাবাদী জয়ের ব্যাপারে। ভোটারদের নানান প্রতিশ্রম্নতির পাশাপাশি আয়াতুলস্নাহ বলছেন, তার সবচেয়ে বড় চিন্তা বা পরিকল্পনা নগরের ব্যাচেলরদের নিয়ে। এ ছাড়া মশা নিধন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের পাশাপাশি ধুলাবালিমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন ঢাকা গড়ার প্রতিশ্রম্নতিও দিচ্ছেন তিনি।