'পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার মহিমা বুঝতে হবে'

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রপিাের্ট
বৈচিত্র্যের মধ্য দিয়ে ভারতীয় ঐক্য তুলে ধরে ভারতের ৭১তম গণতন্ত্র দিবস উদ্‌যাপন করল ঢাকার ভারতীয় হাইকমিশন। রোবাবার সকালে রাজধানীর বারিধারায় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতীয় পতাকা উত্তোলন ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ পাঠের মধ্য দিয়ে এ আয়োজন উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এ সময় ভারতীয় হাইকমিশনের অন্য পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিল্পপতিরা দেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিচ্ছেন, ডাক্তাররা তাদের সেবার মাধ্যমে দেশের নাম বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, সংস্কৃতিকর্মীরা সংস্কৃতিচর্চার মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছেন এবং শেকড় মজবুত করছেন। 'সাধারণ জনগণ এবং বিশেষ করে সতর্ক ও উদ্যমী তরুণরা নিজেদের জায়গা থেকে নিজেদের কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। আর এভাবে স্বাধীনতায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের হাত ধরে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে গৌরবের দিকে।'