সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পুড়ল ঘর দগ্ধ কৃষক বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেল কৃষকের ঘর। আর গরু বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন মালিক। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আহত কৃষকের নাম রমজান আলী। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা জানান, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে রান্না ঘরে আগুন লাগে। পরে তা দ্রম্নত পাশের গোয়াল ও খড়ির ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই তিনটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এছাড়াও গোয়ালঘরে থাকা একটি গর্ভবতী গরুসহ দুটি গরুও পুড়ে মারা যায় এবং অপর একটি গরু আগুনে ঝলসে যায়। সে সময় গরুর মালিক কৃষক রমজান আলী ঘরে থাকা গরু বাঁচাতে গিয়ে শরীর ঝলসে আহত হন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাককদ্রব্যসহ ৩ ব্যবসায়ী আটক ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার একাদিপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে হোসেন আলী (৩৬) এবং একই উপজেলার পাখিমারা গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে নাজমুল চৌধুরী (২৭)। একই রাতে কালীগঞ্জ উপজেলার গান্না সড়ক থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ চায়না বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ট্রাক উলটে ড্রাইভার নিহত বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ওয়াপদার মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভারের মৃতু্য হয়েছে। ওই ট্রাক ড্রাইভার বগুড়া জেলার নন্দী উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিরে গ্রামের রইচ উদ্দিনের ছেলে ফারুক আলী (৪০)। পুলিশ জানায়, ট্রাকটি কাশিয়ানী থেকে কাঠের ভুসি বোঝাই দিয়ে বগুড়ার বরগুনা যাচ্ছিল। মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের বোয়ালমারীর ওয়াপদার মোড় নামক স্থানে শনিবার গভীর রাতে ট্রাকটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদু্যতের খুঁটিতে লাগিয়ে দিলে ট্রাকটি উলটে পাশের লোকাল বাসের কাউন্টারের উপরে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। ট্রাক ড্রাইভার ফারুক আলীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জয়পুরহাটের কালাইয়ে দেশীয় অস্ত্র- ধারালো ছুরি, হাঁসুয়াসহ একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে কালাই থানার পুলিশ। ওসি আব্দুল লতিফ খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায়- চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী ও মাদক আইনে মামলা আছে। পুলিশ দীর্ঘ দিন থেকে তাদের খুঁজছিল। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাদারপুর গ্রামের মৃত হরেন মালীর ছেলে খগেন মালির বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মাদারপুর গ্রামের জয়নাল কসাইয়ের ছেলে ডাকাত সর্দার আবুল কাশেম (৩২) এবং একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রানা (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদের জেলহাজতে পাঠানো হয়। মাদকচক্রের দুই সদস্য গ্রেপ্তার কাউনিয়া (রংপুর) সংবাদদাতা রংপুরের হারাগাছে ইয়াবাসহ হৃদয় হোসেন (২০) ও লিটন মিয়া (২০) নামে মাদকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরপিএমপি থানা পুলিশ। হারাগাছ থানার ওসি তদন্ত মোতালেব হোসেন বলেন, শনিবার একদল পুলিশ অভিযান চালিয়ে মহিষাল মোড় বাজার এলাকা থেকে মাদকচক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক মাদক চক্রের সদস্য রংপুর মহানগরের নাছনিয়া গ্রামের জুয়েল রানার ছেলে হৃদয় হোসেন ও একই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে লিটন মিয়া। ওসি বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার রংপুর আদালতে পাঠানো হয়েছে। প্রকৌশলীসহ সড়কে নিহত ২ মুক্তাগাছা সংবাদদাতা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রকৌশলীসহ দুই সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুনবাজারের গন্দবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মুক্তাগাছা থানার ওসি জানান, ট্রাক ময়মনসিংহ থেকে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। উপজেলার নতুনবাজারের গন্দবপুর এলাকায় বিপরীতমুখী একটি সিএনজিকে ওই ট্রাকটি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রকৌশলীসহ দুই যাত্রীর মৃতু্য হয়। নিহত প্রকৌশলী হারুনুর রশিদ মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা এলাকার বীরবিক্রম হায়দার আলীর একমাত্র পুত্র। ঘটনায় আহত হয়েছেন আহত পাঁচজন।