গোপীবাগে ভোটের প্রচারে সংঘর্ষ গ্রেপ্তার ৫

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মো. শামসুজ্জামান জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন- সোহেল, তুহিন, বেলস্নাল, ফারুক ও মুন্না। পুলিশ কর্মকর্তা শামসুজ্জামান বলেন, এদের মধ্যে প্রথম চারজনের নাম রয়েছে রোববার আওয়ামী লীগের পক্ষ থেকে দায়ের করা মামলায়। গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় জানাতে পারেননি তিনি। রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারের সময় ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুই দলই হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি মামলা করা হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মামলা করতে গেলেও থানা থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি। সহকারী পুলিশ কমিশনার মো. শামসুজ্জামান বলেন, আওয়ামী লীগের করা মামলায় ৫০ জনের নাম উলেস্নখ করা ছাড়াও অজ্ঞাত আরো দেড়শ' জনকে আসামি করা হয়েছে।