ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ইশরাকের

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বুধবার রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণসংযোগ করেন -যাযাদি
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, 'আমরা প্রচারণার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। নানা বাধা-বিপত্তির মুখে পড়েছি তা আপনাদের সামনে সবসময় তুলে ধরেছি, আপনারাও সব দেখেছেন। আমি বলতে চাই, আগামী ১ ফেব্রম্নয়ারি সকল ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন।' বুধবার আর কে মিশন রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইশরাক ভোটারদের উদ্দেশে বলেন, 'আমরা আমাদের সকল দায়িত্ব পালন করব, যাতে করে ভোটাররা সব ভয়ভীতি, হুমকি-ধামকি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তাদের অধিকার আদায় করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন।' সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'মানুষের জন্য সত্য সংবাদ সংগ্রহকালে জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়েছে। আপনাদের আমি সত্যটুকু তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এখন মানুষের জন্য সবচেয়ে ভরসার জায়গা। এ কয়দিন আপনারা যেভাবে পরিশ্রম করেছেন, আমি আশা করব ভোটের শেষ পর্যন্ত আপনারা মানুষের জন্যই সত্য প্রকাশের জন্য কাজ করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি দাগি ও সশস্ত্র সন্ত্রাসীসহ বহিরাগতদের ঢাকায় জড়ো করে ভোটের দিন কেন্দ্র পাহারার নামে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, 'ওবায়দুল কাদেরের বক্তব্য অত্যন্ত হাস্যকর। কেননা বাইরে থেকে লোক আনা ও বিশৃঙ্খলা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপির প্রতিটি নেতাকর্মী মামলা-হামলায় জর্জরিত। আওয়ামী লীগ নিজেরাই বহিরাগত সন্ত্রাসীদের এনে ঢাকা সয়লাব করেছে। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। ওবায়দুল কাদেরের এ বক্তব্যের নিন্দা জানাই।' ইভিএম প্রসঙ্গে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, নির্বাচনের শুরু থেকেই বলেছি, আমরা ইভিএমের বিপক্ষে। পৃথিবীর কোনো দেশই ইভিএম গ্রহণ করেনি। কারণ এর মাধ্যমেই ভোট কারচুপি সম্ভব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের কথা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। নির্বাচনের এক দিন আগে এমন সমাবেশ ও গণমিছিল আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন উলেস্নখ করে এ সমাবেশ না করার আহ্বান জানান মোশারফ হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।