ঢাকার ভোট পর্যবেক্ষণে থাকছেন ৬৭ বিদেশি পর্যবেক্ষক

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার আসন্ন দুই সিটি নির্বাচনে ভোট পর্যবেক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬৭ জন পর্যবেক্ষক অংশ্রগ্রহণ করবেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, নেদারল্যান্ডসের ৬ জন, ডেনমার্কের ২ জন, নরওয়ের ৪ জন ও ইউরোপীয় ইউনিয়নের ৫ জন পর্যবেক্ষক সিটি ভোট পর্যবেক্ষণের অনুমতি পেয়েছেন। ইসি সচিব মো. আলমগীর বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ভোট পর্যবেক্ষণ করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। আমরা কোনো আমন্ত্রণ জানাইনি। তারা নিজ থেকেই এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।' এদিকে বিদেশি পর্যবেক্ষক ছাড়াও ২২ দেশি সংস্থার ১ হাজার ১৩ জনকে ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন। অনুমোদন পাওয়া এ ২২ পর্যবেক্ষক সংস্থার মধ্যে আছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এসডাপ, কর্মায়ন, ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রু্যরাল পুওর-ডর্প ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ), ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভলপমেন্ট অব বাংলাদেশ, হিউম্যান রাইটস ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভলপমেন্ট, মুভ ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট ও কোস্ট ট্রাস্ট। ১ ফেব্রম্নয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।