অভিজ্ঞতা থেকে আধুনিক ঢাকা উপহার দেব: আতিকুল

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় বুধবার নির্বাচনী পথসভায় বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম -যাযাদি
যাযাদি রিপোর্ট আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভোটারদের উদ্দেশে বলেছেন, 'আসন্ন ১ ফেব্রম্নয়ারি নির্বাচনে আপনারা কাকে ভোট দিলে এই নগরীর উন্নয়ন হবে, ভোট দেয়ার আগে চিন্তা করবেন। কে আপনাদের আধুনিক ঢাকা উপহার দিতে পারবে, আপনারা তাকেই ভোট দেবেন।' তিনি বলেন, 'আমি গত নয় মাস একটি কঠিন অনুশীলন করেছি। সেই অনুশীলনের অভিজ্ঞতা থেকে আপনাদের আধুনিক ঢাকা উপহার দিতে পারব ইনশাআলস্নাহ্‌।' বুধবার দুপুরে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় গণসংযোগ-পথসভায় তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, 'নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে লাল-সবুজের পতাকা। আগামী ১ ফেব্রম্নয়ারিতে নির্বাচনকে সামনে রেখে অনুরোধ করব, আপনারা আবার নৌকাকে বিজয়ী করে একটি আধুনিক ঢাকা গড়ার সুযোগ করে দিন। আপনাদের ভোটে আমি মেয়র নির্বাচিত হলে কথা দিতে চাই একটি আধুনিক, সচল, গতিময় ঢাকা উপহার দিতে সর্বাত্মক কাজ করব ইনশাআলস্নাহ্‌।' উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, 'নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে হবে। আপনারা ঘরে ঘরে নৌকা আর উন্নয়নের বার্তা পৌঁছে দিন। আর বলুন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার গিয়ার একটিই সেটা হলো উন্নয়নের গিয়ার। নৌকা মার্কা নির্বাচিত হলে উন্নয়ন হবেই ইনশাআলস্নাহ্‌।' এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় প্রথমবারের মতো স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে পথসভায় অংশ নিলেন আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর মহাখালীতে স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলামকে সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। এ সময় বিভিন্ন এলাকার পথসভায় বক্তব্য রাখেন তিনি। আতিক বলেন, 'এখানে আমার পরিবারেরও সদস্যরা আছেন। বোন, ভাতিজি, ভাগ্নে ও ভাগ্নি জামাইসহ অনেকে আছেন। এই পরিবারেই আমার চার থেকে পাঁচ হাজার ভোট আছে। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বলেন, এই ৯ মাস কঠোর অনুশীলন করেছি। আমার পরিবার দেখেছে। তারা সবসময় আমার পাশে থেকেছে। সেভাবে পরিবারে সময় দিতে পারিনি। আগামীতেও আমি এবং আমার পরিবার নগরবাসীর সেবায় সবসময় থাকব। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই।' নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে আতিক বলেন, 'আপনারা আমার নির্বাচনী ইশতেহার দেখেছেন। সুস্থ, সচল এবং আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এতদিনে বিভিন্ন বিষয়ে পরিকল্পনার কাজ ও এগিয়েছে। অনেক বিষয়ে আগের মেয়াদে অনেকখানি কাজ এগিয়েছে। ইনশাআলস্নাহ আমি নির্বাচিত হলে সেগুলোকে এগিয়ে নিয়ে যাবো। আমরা সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলব।' এ সময় রাজধানীবাসী ও উপস্থিত সবার কাছে স্বামীর জন্য ভোট চান শায়লা সাগুফতা ইসলাম এবং বাবার জন্য ভোট চান বুশরা ইসলাম। পথসভায় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।