সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নান্দাইলে বৃদ্ধার মরদেহ উদ্ধার ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে স্থানীয় নরসুন্ধা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) কামরুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মগের্ পাঠায়। ধারণা করা হচ্ছে, বাড়ির পাশে বয়ে যাওয়া ওই নদীর ওপর থাকা সঁাকো পারাপারের সময় তিনি পড়ে গিয়েছিলেন। হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদÐ ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে কলেজছাত্র ইমরান হোসেন হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদÐ দিয়েছে আদালত। এ ছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক গোলাম আযম এই রায় দেন। দÐিতরা হলেন সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরান হোসেন, আবদুল মমিন বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস ও শিকারপুর গ্রামের আবদুল মোতালেব মুন্সির ছেলে মনিরুল ইসলাম মুকুল। তাদের মধ্যে মনিরুল ইসলাম মুকুল পলাতক। এ মামলার অপর আসামি জাকির হোসেনকে খালাস দেয়া হয়েছে। বজ্রপাতে এক কৃষকের মৃত্যু বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলা উপজেলায় বজ্রপাতে আমিনুল খান (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের ধান ক্ষেতে এ দুঘর্টনা ঘটে। আমিনুল ওই গ্রামের নুরুল হক খানের ছেলে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) দিলীপ কুমার সরকার জানান, সকালে আমিনুল মাঠে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা আমিনুলের মরদেহ বাড়িতে নিয়ে যান। ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বেনাপোল (যশোর) সংবাদদাতা যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। রোববার সকাল ৭টায় বেনাপোল সীমান্তের শিকড়ি মাঠে চোরাচালানিদের ধাওয়া করে এসব শাড়ি জব্দ করা হয়। বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় পাচার হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে সকালে শিকড়ি মাঠে অভিযান চালায় বিজিবি।