লঞ্চে অতিরিক্ত ভাড়া না নেয়ার নিদের্শ নৌমন্ত্রীর

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঈদের সময় অতিরিক্ত ভাড়া না নিতে লঞ্চ মালিক ও শ্রমিকদের প্রতি আহŸান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রোববার রাজধানীর সদরঘাট লঞ্চ টামির্নাল পরিদশের্নর সময় মন্ত্রী এই আহŸান জানান। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে এবং লঞ্চের ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহŸান জানিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘খারাপ আবহাওয়ায় লঞ্চ চালাবেন না। ঈদের সময় স্বাভাবিকের চেয়ে যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে যাত্রীদের যাতায়াত আনন্দময় হবে। এ সময় যাত্রী, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সচেতনার ফলে গত ৪ বছরে বড় ধরনের কোনো লঞ্চ দুঘর্টনা ঘটেনি বলে তিনি জানান। সদরঘাটে হকারমুক্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে। এখানে মলমপাটির্ বা অজ্ঞান পাটির্র কোনো ধরনের উৎপাত নেই বলেও দাবি করেন শাজাহান খান। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সদরঘাট টামির্নালে ২০টি পন্টুন রয়েছে।