গার্মেন্ট শ্রমিকদের রেশনিং-আবাসন বরাদ্দের দাবি

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোট
kÖwgK‡`i Rb¨ mywbw`©ó †ikwbs I Avevmb eiv‡Ïi `vwe‡Z ïµevi RvZxq †cÖmK¬v‡ei mvg‡b mgv‡ek K‡i evsjv‡`k Mv‡g©›U kÖwgK †UªW BDwbqb †K›`ª bv‡g GKwU msMVb Ñhvhvw`

আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে টিইউসির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, বিগত দিনের বাজেটসমূহ ধনী শ্রেণির জন্য বহু প্রণোদনা ও পুরস্কারের ঘোষণা থাকলেও শ্রমজীবী মানুষের জন্য নূ্যনতম সান্ত্বনাটুকুও থাকে না। ৪০ বছর আগেও শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যবস্থা ছিল। আগামী বাজেটে শ্রমিককে রেশনিং ও বাসস্থানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ না থাকলে সেই বাজেট আন্দোলনের মধ্য দিয়ে গার্মেন্টস শ্রমিকরা প্রতিহত করবে। টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, গার্মেন্টস শিল্পে অব্যাহতভাবে শ্রমিক ছাঁটাই, হয়রানি, নির্যাতন চলছে। আইন লংঘন করে শ্রমিকদের বিরুদ্ধে পরিচালিত এসব জুলুম অতীতের সব সীমাকে অতিক্রম করেছে। অবিলম্বে সবধরনের বেআইনি চাকরিচু্যত ও নির্যাতন বন্ধ করতে হবে। এ সময় টিইউসির কার্যকরী সভাপতি রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।