ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন-রবিউল

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন (বাঁয়ে) এবং বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম -পিবিএ
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিএনপি সমর্থিত প্রার্থী শেখ রবিউল আলম। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে রবিউল আলম দুপুর সাড়ে ১২টার দিকে এবং মহিউদ্দিন বিকাল পৌনে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর আওয়ামী লীগের মহিউদ্দিন বলেন, 'আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হব। আমরা ভাবতে চাই, একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ তাদের পছন্দমতো নেতাকে বেছে নেবেন। আমি চাই, জনগণ ভোট দিতে আসুক।' বিএনপির শেখ রবিউল আলম বলেন, 'নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে গেছে। এটা থেকেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নির্বাচন। (নির্বাচন) কমিশনের ভেতর সমস্যা রয়েছে। কিছু প্রস্তাবনা আছে। যদি তা গ্রহণ করে কমিশন, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব।' তিনি বলেন, 'জনগণ যদি ভোট দিতে পারে এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি সরকার ও কমিশন দিতে পারে, তাহলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত।' এদিকে উপনির্বাচনে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন। বুধবার নিজ কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জিএম সাহাতাব উদ্দিন বলেন, 'নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে আমাদের ভোটকেন্দ্রও ঠিক হয়ে গেছে। যারা প্রার্থী হবেন, তাদের প্রতি আহ্বান, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন।' প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোক এনে আচরণবিধি ভঙ্গ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'তারা আমার কাছে যখন মনোনয়নপত্র জমা দিয়েছেন তখন পাঁচজনই ছিল। বেশি আসেনি। কাজেই আচরণবিধি ভঙ্গ হয়নি।' তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রম্নয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ফেব্রম্নয়ারি, প্রত্যাহার ২৯ ফেব্রম্নয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২১ মার্চ। এ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের ৭৩৪টি ভোটকক্ষে ৩ লাখ ১২ হাজার ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সদ্য বিজয়ী মেয়র ফজলে নূর তাপস এ আসন থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে ৬ ফেব্রম্নয়ারি এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।