এসআই জাহিদসহ পাঁচজনের যাবজ্জীবন চায় বাদীপক্ষ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
যাযাদি রিপোর্ট থানায় নিয়ে জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পলস্নবী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমানসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ডের প্রত্যাশা করেন বাদী পক্ষের আইনজীবী। অপরদিকে আদালতে উপস্থিত না হওয়ায় মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু, সোর্স রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে বাদীপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেন। যুক্তি উপস্থাপনে বাদী পক্ষের আইনজীবী আবু তৈয়ব এসআই জাহিদসহ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন প্রত্যাশা করেন আদালতের কাছে। এরপর আসামি এসআই জাহিদের পক্ষে তার আইনজীবী যুক্তি উপস্থাপন শুরু করেন। তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বৃহস্পতিবার পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত। এ মামলায় ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মামলার বাদী রকি বিষয়টি নিশ্চিত করেছেন।