সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃতু্য নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসমা আক্তার আমেনা (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃতু্যর খবর পাওয়া গেছে। পুলিশ ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসায় হোস্টেলের সিঁড়ির রুমে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মুমিনুল হকের মেয়ে। সে মাদ্রাসার হোস্টেলে থাকত। স্থানীয়রা অভিযোগ করেন, তাকে ধর্ষণের পর হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার নিহতের মা সেলিনা খাতুন বাদী হয়ে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষসহ ৬ জনকে আসামি করে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নবীনগর থানার অফিসার ইনচার্জ রণজিত রায় বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজাসহ যুবক গ্রেপ্তার ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মো. বিলস্নাল হোসেন (২২) নামক এক যুবককে ১ শত গ্রাম গাঁজাসহ আটক করে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোলস্নার নির্দেশে এসআই শহিদুল ইসলাম ও এএসআই মনিরুল ইসলাম সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় গোয়াতলা বাজার ওভার ব্রিজের পূর্ব পাশে ইসলামের চা স্টলের সামনে থেকে বিলস্নালকে আটক করে। পুলিশ জানায়, বিলস্নাল হোসেন ধোবাউড়া উপজেলা সদর ইউনিয়ন তারাইকান্দি গ্রামের মো. মরম আলীর ছেলে। পুলিশ বিলস্নাল হোসেনকে মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা আদালতে প্রেরণ করে। রংপুরে অভিযানে আটক ১৮ রংপুর প্রতিনিধি রংপুরে মাদকদ্রব্য ও ধর্ষকসহ ১৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার ও মিডিয়া উইং মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর স্টেশন রোডের সালেক পাম্পের সামনে থেকে ১০ লিটার চোলাই মদসহ আব্দুল আজিজকে (৬৭) আটক করে কোতয়ালি থানা পুলিশ। অন্যদিকে, মহানগর হারাগাছ থানার অভিযানে স্থানীয় মাদ্রাসার নূরানী কক্ষের ভেতর থেকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু হুসাইনকে (২২) আটক করা হয়। এছাড়াও, বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায় ৭ জন, মাহিগঞ্জ থানায় ২ জন, হারাগাছ থানায় ৪ জন, পরশুরাম থানায় ২ জনসহ মোট ১৬ জনকে আটক করে মহানগর পুলিশ। তাদের প্রত্যেককে আদালতে সোপর্দ করা হয়েছে। মহাদেবপুরে ভটভটি উল্টে চালক নিহত মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী বাজার এলাকায় ভটভটি উল্টে মোস্তফা কামাল (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মহাদেবপুর বাজার থেকে হাটচকগৌরী বাজারে ভটভটি চালিয়ে যাচ্ছিলেন মোস্তফা। এ সময় হাট চকগৌরী বাজার এলাকায় আসলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা। ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশাল আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে ৬৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আলামিন শরীফ সবুজ উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের আবুল বাশার শরীফের ছেলে। জানা গেছে, আলামিন শরীফ সবুজকে ৬৫০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় গৌরনদী সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। ফেনসিডিলসহ যুবক আটক সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছেনর্ যাব-৬-এর সদস্যরা। মঙ্গলবার ভোরে উপজেলার গয়ড়া সীমান্তে অভিযান চালিয়ের্ যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। তার নাম গগন হোসেন (২৩)। তিনি কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। র্ যাব সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে কতিপয় চোরাকারবারি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতের্ যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড ও একটি মেমরিকার্ডসহ গগন হোসেনকে আটক করা হয়।