ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে অব্যাহতি

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোট
\র্হঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতার চাকরি থেকে পাঁচজন শিক্ষককে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।? শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অননুমোদিতভাবে কাজে যোগদান না করায় চার শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় তার আবেদনের পরিপ্রেক্ষিতে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই পাঁচ শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য। চাকরি থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ওই সদস্য জানান, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও অননুমোদিতভাবে কাজে যোগদান না করায় কামরুল ইসলাম, ইয়াসমিন আকতার, মো. মহসীন ও রাদিয়া তাইসিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। \হমো. আজমেরী ফেরদৌসকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।