বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আশুলিয়ার ডুকাটি অ্যাপারেলস লিমিটেড খুলে দেওয়া এবং ডেকো ডিজাইন লিমিটেডের চাকরিচু্যত ২৫ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, 'আশুলিয়ায় অবস্থিত ডুকাটি অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৬০০ জন শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ তাদের আশ্বাসও দিয়েছিল। কিন্তু গত ২০ ফেব্রম্নয়ারি শ্রমিকরা আবারও মজুরি বাড়ানোর দাবি জানালে ২৪ ফেব্রম্নয়ারি কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। আমরা এই কারখানাটি খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।' তিনি বলেন, এছাড়া ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই কারখানায় ২০১৯ সালের জুনে মাসে ২৫ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচু্যত করা হয়। কর্তৃপক্ষ চাকরিচু্যত ২৫ জন শ্রমিকের পাওনা পরিশোধের বিষয়ে গত ৯ মাস ধরে আশ্বাস দিয়ে আসলেও তা এখনো পর্যন্ত পরিশোধ করেনি। তাই এই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পাওনাদি দ্রম্নত পরিশোধের দাবি জানাচ্ছি।' সমাবেশে ফেডারেশনের সহ-সভাপতি সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলাম এবং ডুকাটি অ্যাপারেলস লিমিটেড ও ডেকো ডিজাইন লিমিটেডের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা উপস্থিত ছিলেন।