বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে প্রথম ভাসমান বিদু্যৎকেন্দ্র

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার চুকোতকা অঞ্চলের পেভেক শহরে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদু্যৎকেন্দ্র একাডেমিক লামানোসভ এই গ্রীষ্মেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। প্রকল্পটি বর্তমানে পরীক্ষামূলকভাবে বিদু্যৎ উৎপাদন করছে। বুধবার পর্যন্ত বিদু্যৎকেন্দ্রটি রাশিয়ার জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন চাউন-বিলবিনো গ্রিডে দুই কোটি ১০ লাখ কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদু্যৎ সরবরাহ করেছে। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ভাসমান পারমাণবিক বিদু্যৎকেন্দ্র একাডেমিক লামানোসভ রোসাটমেরই একটি প্রকল্প। বেশ কয়েক দিন ধরেই এই প্রকল্প বাণিজ্যিকভাবে বিদু্যৎ উৎপাদনের প্রস্তুতি চালাচ্ছে। উৎপাদন শুরু করার আগে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে এখানে। এছাড়া পরবর্তীকালে এই ভাসমান বিদু্যৎকেন্দ্র বিদু্যৎ ছাড়াও পেভেক শহরে তাপশক্তি সরবরাহ করবে বলে জানা গেছে।