সাত শিশু জিম্মায় রাখা সেই ডিআইজির স্ত্রীর জামিন স্থগিত

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সাত শিশুকে পাচারের উদ্দেশে নিজ জিম্মায় রাখার মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তৎকালীন ডিআইজি মো. আনিসুর রহমানের স্ত্রী আনোয়ারা রহমানের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। দন্ডাদেশের বিরুদ্ধে করা বিচারাধীন আপিলে আনোয়ারা রহমানকে জামিন দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই জামিন স্থগিত করে আদেশ দেয়। আপিল বিভাগের আজকের আদেশের ফলে কারাগারে থাকা আনোয়ারা রহমান মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ওই মামলায় ২০১২ সালের ১৮ এপ্রিল বিচারিক আদালত আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড দিয়ে রায় দেয়। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আনোয়ারা রহমান। বিচারাধীন এই আপিলের ধারাবাহিকতায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আনোয়ারা রহমান। এই আবেদনের শুনানি নিয়ে ১৮ ফেব্রম্নয়ারি হাইকোর্ট আনোয়ারা রহমানকে জামিন দেন। আনোয়ারা রহমানকে দেওয়া এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এই আবেদন চেম্বার বিচারপতির আদালত হয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ। আদালতে আনোয়ারা রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।