বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী শাহাদাতের মনোনয়নপত্র জমা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বৃহস্পতিবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন -যাযাদি
নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এদিকে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত বলেন, পরিকল্পিতভাবে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ছুটির ফাঁদ থেকে ভোট বাঁচাতে হলে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। তিনি বলেন, 'অত্যন্ত পরিকল্পিতভাবে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন। তাই অধিকাংশ নগরবাসী শহরের বাইরে চলে যাবেন। ঢাকা সিটি নির্বাচন ও চট্টগ্রাম উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। তাই এ ছুটির ফাঁদ থেকে ভোট বাঁচাতে হলে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে।' ডা. শাহাদাত হোসেন বলেন, 'ঢাকায় যেভাবে ২৯ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি নির্বাচন হয়েছে, তেমনি চট্টগ্রামেও দুই দিন পিছিয়ে নির্বাচন করলে কোনো সমস্যা হবে না।' এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুসহ বিএনপির নেতাকর্মীরা।