ছুরিকাঘাতের ঘটনায় সিটি কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতের ঘটনায় সিটি কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবারের ঘটনায় আহত শিক্ষার্থী নেহালের বাবার করা মামলায় রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। তারা হলেন, আশিকুর রহমান (১৭), সাব্বির আহমেদ (১৭) ও ইয়াসিন সরকার (১৭)। তিন দিনের রিমান্ড চেয়ে শুক্রবার (২৮ ফেব্রম্নয়ারি) তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, গতকালের ঘটনায় আহত এক শিক্ষার্থীর বাবা মামলা করেছে। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের বের করার চেষ্টা চলছে। উলেস্নখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে নেহালের ডান পায়ে ছুরির জখম রয়েছে, তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সোয়াদ। বাকিদের হাতে, পিঠে ও পেটে ছুরির আঘাত রয়েছে।