স্বর্ণের খোঁজে গিয়ে ২১ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের চালানের খোঁজে গিয়ে ২১ লাখ টাকার সিগারেট জব্দ করেছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাত পৌনে ১১টা পর্যন্ত আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম ও বিমানবন্দর কাস্টমস যৌথ তলস্নাশি অভিযানে এ সাফল্য পায়। তবে এ ফ্লাইটের যাত্রীরা ২৪ ক্যারটের ২১টি স্বর্ণের বার ঘোষণা দিয়েছেন। এর ফলে প্রতিটি বারে ২০ হাজার টাকা শুল্ক জমা দিয়ে ফেরত নিতে পারবেন সংশ্লিষ্ট যাত্রীরা। এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর বিষয়টি আঁচ করতে পেরেই যাত্রীরা স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের মধ্যে মো. সোহেল রানার কাছে ৩০০ কার্টন, মো. সেলিমের কাছে ২৬০ কার্টন, মো. ইমতিয়াজের কাছে ১৯০ কার্টন, আবুল কালাম ও বেলাল মোহাম্মদের কাছে ২০ কার্টন করে, আবদুল আজিমের কাছে ৩০ কার্টন, কাজী মো. হানিফের কাছে ১৫ কার্টন ও পরিত্যক্ত অবস্থায় ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা। জব্দ করা সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।