বিএনপি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

প্রকাশ | ১১ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ড. হাছান মাহমুদ
কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আসলে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর মতো কিছু হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, 'দেখতি পাচ্ছি, কিছু পত্র-পত্রিকা করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। আমি সবাইকে অনুরোধ জানাব বাংলাদেশে তেমন আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। সরকার এ করোনাভাইরাস মোকাবিলার জন্য বহু আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করেছে। যেসব দেশের প্রযুক্তি অনেক উন্নত, আর্থিক সক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি তারাও নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল।' 'তারপরও তারা নিজেদের করোনাভাইরাস থেকে রক্ষা করতে পারেননি। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। করোনাভাইরাস যাতে আমাদের দেশে সংক্রমণ না হতে পারে, সেজন্য অনেক উন্নত দেশের চেয়েও ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেজন্যই কিন্তু বাংলাদেশে তিনজন মাত্র করোনায় আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে। এগুলোর প্রশংসা না করে বিএনপি এ নিয়ে হাস্যরস ও মসকরা করছে। এটি জনগণের সঙ্গে মসকরারই শামিল।' হাছান মাহমুদ বলেন, 'দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ করে দিতে বলেছেন। বাংলাদেশে এখনও স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিধাতার কাছে প্রার্থনা করব ইনশাআলস্নাহ বাংলাদেশে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে না। তারা (বিএনপি) করোনাভাইরাস নিয়ে একদিকে রাজনীতি করছে, অন্যদিকে জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এটি কোনোভাবেই সমীচীন নয়।' তিনি বলেন, 'বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি শুরু করেছে। তাদের উচিত ছিল করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ানো। এটি একটি পৃথিবীব্যাপী দুর্যোগ। বিশ্বব্যাপী বিমান চলাচল সংকুচিত হয়ে গেছে, ডোনাল ট্রাম্প পারতপক্ষে হোয়াইট হাউজ থেকে বের হচ্ছেন না। \হবিশ্ব নেতারা তাদের নানান প্রোগ্রাম বাতিল করছে।' তথ্যমন্ত্রী বলেন, 'এ বৈশ্বিক দুর্যোগে যারা জনগণের জন্য রাজনীতি করে তাদের উচিত জনগণের পাশে দাঁড়ানো। যেমন- গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা হয়েছে। সে সভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। যখন বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল তখনও আমাদের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল।' তিনি বলেন, 'গতকাল বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন এগুলো করোনাভাইরাস নিয়ে মসকরা করা। তারা তো সব সময়ে চিন্তিত ও ব্যস্ত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে। করোনাভাইরাস নিয়ে তাদের কোনো দৃষ্টিপাত ছিল না। তারা বরং খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই ব্যস্ত ছিলেন।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার জনগণের কথা ভাবেন না। তাই বিএনপির রাজনীতিটাও বেগম জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে, আর তার পরিবারও কিন্তু শুধু বেগম জিয়াকে নিয়েই চিন্তা করছেন। অন্য কাউকে নিয়ে চিন্তা করছেন না।' কিছু মিডিয়া করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, 'আশা করব, আমরা সম্মিলিতভাবে এ বৈশ্বিক দুর্যোগ মোকাবিলা করব। এটি নিয়ে আতঙ্ক ছড়ানো কখনোই সমীচীন নয়। যারা ইতোমধ্যেই ছড়িয়েছেন, আশা করব তারা এ কাজটি আর করবেন না।' তিনি আরও বলেন, 'আমরা দেখছি কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, হ্যান্ড ও নানা ধরনের ক্লিনিং পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার এ ব্যাপারে তীক্ষ্ন দৃষ্টি রাখছে। যারা এ কাজগুলো করবে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।'