থউপনির্বাচনের পোস্টার ২১ স্থানে!

প্রকাশ | ১১ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রচারের জন্য পোস্টার সাঁটানোর ২১টি স্থান নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর বাইরে অন্য কোনো এলাকায় পোস্টারে প্রচার না চালানোর জন্য ইসিকে প্রতিশ্রম্নতি অনুযায়ী পোস্টার লাগাচ্ছেন প্রার্থীরা। পোস্টারের জন্য যে ২১টি স্থান নির্ধারণ করা হয়েছে, সেগুলো-হাজারীবাগ সেকশনের ময়না মার্কেট, হাজারীবাগ উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ পার্ক, ট্যানারি মোড়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি, গণকটুলী চৌরাস্তা মোড়ের বিডিআর গেট নম্বর-৫, রায়েরবাজারের জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি ১৫-এর কাকলী উচ্চ বিদ্যালয়, ঢাকা সিটি কলেজ সায়েন্স ল্যাবরেটরি ও সিটি কলেজের উত্তর পাশের রিফাতুলস্নাহ মার্কেট। এছাড়াও রয়েছে- ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডির বিপরীত পাশের সায়েন্স ল্যাবরেটরির টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডি রোড নম্বর-৮ এর শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, হাতিরপুলের মোতালেব পস্নাজার বিপরীত পাশের তিন নম্বর রাস্তার মোড়, রাসেল স্কয়ারের নিউ মডেল স্কুল, ধানমন্ডি-৩২ রাসেল স্কয়ার। এই উপনির্বাচনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম (নৌকা), বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম (ধানের শীষ), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী (ডাব), বাংলাদেশ মুসলিম লীগ নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের আব্দুর রহীম (বাঘ)। উলিস্নখিত পাঁচজন প্রার্থীর পোস্টার সারিবদ্ধভাবে লাগানো হয়েছে নির্বাচন কমিশনারের তৈরি করে দেওয়া সুনির্দিষ্ট স্থানে।