বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চিত্র অভিনেত্রী মৌসুমী, অভিনেত্রী তারিন, অভিনেত্রী শাহানূর প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভাইস প্রেসিডেন্ট কণ্ঠশিল্পী রফিকুল আলম বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের অনেক বড় কর্মসূচি ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সে কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে। তাই আজ সংক্ষিপ্ত আকারে এ কর্মসূচি পালন করলাম।' অরুণ সরকার রানা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্পর্কে শিশু-কিশোরদের জানানোর জন্য আমাদের বেশ কিছু কর্মসূচি ছিল। করোনা পরিস্থিতি আমাদের বাধ্য করেছে কর্মসূচি স্থগিত করতে। অভিনেত্রী মৌসুমী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি। তার প্রতি সম্মান প্রদর্শন করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অভিনেত্রী তারিন বলেন, আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই। মুজিববর্ষের নামে আমরা এমন কোনো কাজ করবো না যাতে করে বঙ্গবন্ধুকে ছোট করা হয়।