নিখোঁজ ফটো সাংবাদিক কাজলকে ফেরত চায় পরিবার

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নিখোঁজ ফটো সাংবাদিক ও 'পক্ষকাল' ম্যাগাজিনের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চায় তার পরিবার। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তার ছেলে মনোরম পলক। মনোরম পলক বলেন, 'আমার বাবা গত ১০ মার্চ দুপুর ৩টায় বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি আমাদের। বাবার সঙ্গে তার এক সহকর্মী মুজাহিদের সর্বশেষ দেখা হয় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে, হাতিরপুল বাজারে। রাত ১১টা পর্যন্ত অপেক্ষার পরও যখন তিনি বাসায় ফেরেননি, তখন আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ওই সময় থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ পাই।' কাজলের ছেলে বলেন, 'আমাদের জানা মতে, বাবাকে কেউ কখনো হুমকি দেয়নি। কিন্তু তিনি কী কারণে এখনো নিখোঁজ বুঝতে পারছি না। তিনি আমাদের ছাড়া রাতে কখনো কোথাও থাকেননি।' বাবাকে খুঁজে না পেয়ে ১১ মার্চ বিকালে চকবাজার থানায় আমরা জিডি করেছি বলেও জানান মনোরম পলক। নিখোঁজ শফিকুল ইসলাম কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি-আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয়। বর্তমান প্রযুক্তির যুগে তাকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো বিষয় না।' ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, 'এ রাষ্ট্রের কোনো নাগরিকই নিখোঁজ হয়ে যেতে পারে না। কেউ নিখোঁজ হলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, তাকে খুঁজে বের করে সুস্থ শরীরে তার পরিবারের কাছে ফেরত দেওয়া।' এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।