সিইপিজেডে চুরি করে পালিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মিরপুরের একটি হোটেল থেকে শুক্রবার তুষারকে গ্রেপ্তার করের্ যাব -যাযাদি
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি প্রতিষ্ঠানের ভল্ট ভেঙে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছের্ যাব। গ্রেপ্তার মো. তুষার মাহমুদ রাসেল (২৬) ওই প্রতিষ্ঠানের সহকারী স্টোর কিপার হিসেবে কর্মরত। জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ভল্ট ভেঙে ওই টাকা নিয়ে ঢাকায় পালিয়ে যান তুষার। মিরপুরের একটি হোটেল থেকে শুক্রবার রাতে তুষারকে গ্রেপ্তার করের্ যাব-৭। তুষার বরগুনা জেলার তালতলীর সিদ্দিক পালোয়ানের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর মাইলের মাথা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। র্ যাব-৭ এর এএসপি মো. মাশকুর রহমান বলেন, বুধবার প্রতিষ্ঠানের এমডি তফাজ্জল হোসেন কারখানার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ৬৫ লাখ টাকা এনে অফিস কক্ষের ভল্টে রাখেন। বৃহস্পতিবার কর্মচারীদের বেতন দেওয়ার কথা ছিল। 'বৃহস্পতিবার ভোর রাতে তুষার ওই ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তা দেখা গেছে। দেড় বছর ওই প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে চাকরি করার পর পাঁচ মাস আগে তাকে সহকারী স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হয়।' র্ যাব কর্মকর্তা মাশকুর রহমান বলেন, 'এ ঘটনায় প্রতিষ্ঠানটির এমডি মামলা করেন। এরপর তদন্তে নেমে মিরপুর থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে।' জিহোং মেডিকেল প্রোডাক্ট বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে দুইশ জন কর্মরত আছেন। সার্জিক্যাল মাস্ক, চিকিৎসকদের অ্যাপ্রোনসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত করা হয় কারখানাটিতে।