ক্যাম্পাস বন্ধ না হলে ক্লাস বর্জনের 'পরিকল্পনায়' জবি শিক্ষার্থীরা

প্রকাশ | ১৬ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আতঙ্কে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রম্নত ক্যাম্পাস বন্ধের দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে ক্লাস বর্জনের কথা ভাবছেন তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা ছাড়া আপাতত তাদের করার কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, 'আমরা অনেকে মেসে থাকি। প্রতি তলায় ১০-১২ জন করে থাকি, একসাথে বসে খাই। একবার কেউ আক্রান্ত হলে বাতাসের চেয়েও দ্রম্নত ছড়াবে। তখন ক্যাম্পাস বন্ধ করে কোনো লাভ হবে না।' এ বিষয়ে শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, 'প্রশাসন ক্যাম্পাস বন্ধ না করলে আমরা ক্লাস বর্জনের কথা ভাবব। আজকেই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।' এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে ক্যাম্পাসে সচেতনতামূলক তেমন কোনো পদক্ষেপও নেই বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ওয়াশরুমগুলোতে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার, টিসু্য, ঝুড়ির মতো প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়নি। রাজীব মন্ডল নামের এক শিক্ষার্থী বলেন, 'ক্যাম্পাসে তো পানি ছাড়া আর কিছু নাই হাত-মুখ ধোয়ার। তাদের উচিত ক্যাম্পাস বন্ধ করে দেওয়া।' শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, 'বিভিন্ন ডিপার্টমেন্টে নির্দেশনা দেব, যাতে ওয়াশরুমগুলোতে সাবান, হ্যান্ডওয়াশের ব্যবস্থা করে।' তবে ক্যাম্পাস বন্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, 'দেখা যাক সরকার কী বলে। সরকারের নির্দেশনার পরে সিদ্ধান্ত নেব।'