কোয়ারেন্টিন না মানলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৯ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'মুজিব কর্নার' উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টিনের নির্দেশ মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, যিনি হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করবেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, ইতালি ও স্পেন করোনাভাইরাসকে সঠিক সময়ে আমলে না নিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশ এমন ভুল করতে চায় না। প্রসঙ্গত, চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এ রোগে এখনো পর্যন্ত ৮ হাজার লোকের মৃতু্য হয়েছে। বাংলাদেশে ১৪ করোনা রোগী ধরা পড়েছে।