এএসআই জাহাঙ্গীর হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানী কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বাসের পলাতক ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তারকে করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- ড্রাইভার মো. গোলাম মোস্তফা (৬০) ও হেলপার আব্দুল মান্নান ওরফে লতিফ (৪৫)। গোয়েন্দা-পশ্চিম বিভাগের পলস্নবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন ?সুমা বিপিএম জানান, ১৮ মার্চ, ২০২০ এএসআই জাহাঙ্গীর কাফরুল থানার তালতলা ৯নং হতে ১৩নং গেট পর্যন্ত ছিনতাই প্রতিরোধ ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটিকালে রাত অনুমান ৮টা ১৫ মিনিটে পুরাতন বিমান বন্দর ৯নং গেটের উত্তর পাশে রাস্তায় ছিনতাইয়ের ঘটনা দেখে এবং ভিকটিমের চিৎকার শুনে ছিনতাইকারীদের ধরতে ধাওয়া করেন তিনি। পথিমধ্যে দক্ষিণ দিক হতে দ্রম্নত ও বেপরোয়া গতিতে আসা আলিফ পরিবহণের একটি বাস এএসআই জাহাঙ্গীরকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার মুখের বাম পাশের গালে ও বাম কানে গুরুতর জখম হয়ে রক্ত পড়তে থাকে। এমতাবস্থায় তার সঙ্গীয় কনস্টেবল মো. সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য তাকে দ্রম্নত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৫০ মিনিটে মৃতু্যবরণ করেন। উক্ত ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পশ্চিম বিভাগ মামলার অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানকালে ২০ মার্চ বিকাল সাড়ে ৩টায় চকবাজারে অভিযান চালিয়ে প্রথমে হেলপার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী ঐদিনই মিরপুর শাহআলী থেকে চালক শাহাদাতকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।