'এমন ক্যাম্পাস ঈদের সময়ও দেখিনি'

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
'ওই মামা যাবেন? যাবো। টিএসসির দিকে চলেন।' মামা, ভাড়া কেমন পাচ্ছেন-এই প্রশ্নের উত্তরে রিকশাচালক নাজিম উদ্দিন বলেন, 'ক্যাম্পাসে কেউ নাই মামা', 'ভাড়া পাচ্ছি না, আজ ১০ বছর এই এলাকায় রিকশা চালাই, এমন ক্যাম্পাস কোনো দিন দেখিনি, এমনকি ঈদের সময়ও না।' শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক থেকে টিএসসি যাওয়ার পথে এই রিকশাচালকের সঙ্গে এসব কথা হয় এই প্রতিবেদকের। ব্যস্ত এই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের রিকশায় বহন করে ডাল-ভাত খাওয়ার অর্থ জোগান যারা, এখন তারা ছাড়া ক্যাম্পাসে কেউ নেই। পুরো ক্যাম্পাস ফাঁকা পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি থাকে বহিরাগত মানুষের আনাগোনা। এখন করোনা পরিস্থিতিতে সে দৃশ্য পাল্টে গেছে। ইতোমধ্যে করোনা প্রতিরোধে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর হল ত্যাগের নির্দেশ পাওয়ার পর থেকে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন, স্মৃতি চিরন্তন চত্বর, বিভিন্ন হল, কোথাও কেউ নেই। অন্য সময় এসব স্থানে শিক্ষার্থীরা জমাতেন প্রাণবন্ত আড্ডা। অন্য সময় বিশ্ববিদ্যালয়ে ছুটি হলেও হলগুলোতে থাকতে দেখা যেত শিক্ষার্থীদের। চাকরির প্রস্তুতি নিতে ঈদের সময়ও অনেকে হল ছেড়ে যেতেন না। এসব উৎসবে যারা হলে অবস্থান করতেন তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেন হল প্রশাসন। কিন্তু এবার করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীরা বাড়ি চলে গেছেন। টিএসসিতে এসে কথা হয় আরেক রিকশাচালক জুয়েল মিয়ার সঙ্গে। তিনি জানান, পুরো ক্যাম্পাস ফাঁকা। কোনো ভাড়া পাচ্ছেন না তিনি। শুধু ক্যাম্পাস নয়, পুরো রাজধানীতে একই অবস্থা। তিনি সকালে মিরপুর-১ থেকে ভেঙে ভেঙে ভাড়া নিয়ে ক্যাম্পাসে এসেছেন। মাত্র ৭০ টাকা আয় করেছেন বলে জানান। শুকনো মুখে বলেন, 'দেশে নাকি করোনাভাইরাস এসেছে। সবাই দেখছি বাড়ি চলে যাচ্ছেন। আর যারা আছেন তাদের মুখে কালো কাপড় (মাস্ক) দেখছি। আমি এগুলো ব্যবহার করি না। এগুলো লাগালে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, বাড়ি যাবো না। আমি তো রিকশা চালানো ছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। যত কষ্টই হোক, ঢাকায় থাকা ছাড়া আমার উপায় নেই।'