সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ট্রাকচাপায় ট্রলি চালক নিহত কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রাকচাপায় আলমগীর হোসেন (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগরের ধানদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে। কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, ইটভাটার মাটি বহনকারী ট্রাকটি মাটি নিয়ে ভাটার দিকে যাওয়ার সময় একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে চালক মাটির ট্রাকের চাকার নিচে পড়ে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় ট্রলি চালক আলমগীরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করলে সেখানেই তার মৃতু্য হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃতু্য যাযাদি ডেস্ক গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতির মৃতু্য হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। তিনি ডাকাতির প্রস্তুতির মামলার আসামি ছিলেন। নিহত হাজতি হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে মাসুদ রানা (৩৮)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মাসুদ রানা। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে, পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের একটি বাঁশঝাড় থেকে রানু বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রানু ঢাকার ধামরাই উপজেলার নান্না-সুয়াপুর গ্রামের আরমান আলীর স্ত্রী। বেতিলা-মিতরা গ্রামের আফরোজ আহমেদ জানান, রানু তার খালা। মাসখানেক আগে তার খালা তাদের বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃতু্যর (ইউডি) মামলা হয়েছে। দুটি শুটারগানসহ ডাকাত গ্রেপ্তার যাযাদি ডেস্ক সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় অভিযান চালিয়ে দেশে তৈরি দু'টি ওয়ান শুটারগানসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও অস্ত্র বিক্রেতা আব্দুল মতিনকে (৪৮) গ্রেপ্তার করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার নেওরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মতিন ওই গ্রামের মৃত দুলাল প্রামাণিকের ছেলে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে নেওরগাছা গ্রামের জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে।