জনসমাগম এড়াতে পার্ক উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
জনসমাগম এড়াতে একটি পার্কের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১২টায় আজিমপুরে অবস্থিত নবাবগঞ্জ খেলার মাঠটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ এড়াতেই এ কর্মসূচিটি বাতিল করা হয়েছে। ডিএসসিসির পার্কটিতে যেসব সুবিধা সংযোজন করে আধুনিকায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে- একাংশে ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড় নিয়ে খেলার মাঠ, শিশুদের জন্য পৃথক খেলার জায়গা, নবীন প্রবীণদের হাঁটার জন্য ৩০০ মিটার ওয়াকওয়ে, পার্ক সংলগ্ন ৫ তলা ভবন, উন্মুক্ত ব্যায়ামাগার, দাতব্য চিকিৎসা কেন্দ্র, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র। নীরবেই শহিদ মতিউর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন জনসমাগম এড়াতে অনেকটা নীরবেই গুলিস্তানের শহিদ মতিউর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার (২২ মার্চ) ডিএসসিসির মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মিলে পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মেয়র বলেন, 'আমরা জলসবুজে প্রকল্পের আওতায় ডিএসসিসির ৩১টি খেলার মাঠ ও পার্ক আধুনিকায়ন কাজ শুরু করি। এরই মধ্যে প্রায় সবগুলো মাঠ ও পার্কের কাজ শেষ হয়েছে। কয়েকটি পার্কের কাজ কিছুটা বাকি রয়েছে। আধুনিকায়নের ফলে সবগুলো মাঠ ও পার্ক উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পাওয়ার কারণে যাতে জনসমাগম না হয় সে কারণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি না। পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছি।'