সংসদীয় গণতন্ত্রে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূণর্: স্পিকার

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ হচ্ছে সকল কমর্কাÐের কেন্দ্রবিন্দু। জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি। জনপ্রতিনিধিরা সংসদে কাযর্কর ভূমিকা রাখলে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। বুধবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ইউকে (ডবিøউএফডি) যৌথভাবে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। আরও বক্তব্য রাখেন কমনওয়েলথ প্রোগ্রামের পরিচালক সোফিয়া ফানাের্ন্দজ এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড থারবি। স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের কাযর্ক্রম সংবিধানের আলোকে কাযর্প্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে সংবিধান উপহার দিয়েছিলেন তা বিশ্বে অনন্য।