নিবার্চন ভীতিতে ভুগছে বিএনপি দাবি হাছানের

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিএনপি নিবার্চন ভীতিতে ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। হাছান মাহমুদ বলেন, নিবার্চন যদি বিএনপির জন্য সমস্যা না হয়, তাহলে নিবার্চনে অংশ নিতে তাদের এত শতর্ কেন? বিএনপি এখন নিবার্চনে অংশ নেয়ার কথা শুনলে ভয় পায়। নিবার্চন যেন বিএনপির জন্য ভীতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, নিবার্চনে অংশ নিতে বিএনপির শতর্ দেখে মনে হয় নিবার্চনের মাঠটা তাদের জন্য করে দিতে হবে। আলোকচিত্র শিল্পী শহীদুল আলমকে নিয়ে হাছান মাহমুদ বলেন, তার মুক্তির জন্য দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি যে বিবৃতি দিয়েছে সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তিনি দেশের বিরুদ্ধে বহিবিের্শ্ব যে অপপ্রচার চালাচ্ছে সেটা ক্ষমার অযোগ্য। হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, দেশবরেণ্য ব্যক্তি বলে তিনি কি আইনের ঊধ্বের্?