মায়া হরিণের লড়াই আহতটি আনা হলো চিড়িয়াখানায়

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ে দুই মায়া হরিণের আধিপত্য বিস্তারের লড়াইতে গুরুতর আহত একটিকে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত মায়া হরিণটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে আসেন চবির প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন। তিনি বলেন, ‘রসায়ন বিভাগের পেছনে কিছু খালি জায়গায় পাহাড় যাতে ভেঙে না পড়ে সে জন্য দেয়ালের খোপ (পকেট) তৈরি করা হয়েছিল। সকালে একটি পকেটে আহত অবস্থায় একটি মায়া হরিণ দেখা যায়। আমরা হরিণটি উদ্ধার করে দেখি পেটের পাশে এবং হঁাটুতে আঘাত পেয়েছে। এরপর অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসি।’