নারী লিগ বাতিল হবে না

প্রকাশ | ১৯ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবলে এমনিতেই অনিয়মিত নারী ফুটবল লিগ। দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ফেব্রম্নয়ারিতে আবার মাঠে গড়িয়েছিল নারী লিগ। কিন্তু প্রথম পর্ব শেষ হতে না হতেই করোনাভাইরাসের থাবায় তা বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে ছেলেদের ফুটবল লিগ বন্ধ হয়ে যাওয়াতে লিগ বাতিল হওয়ার চিন্তায় আছে দেশের নারী ফুটবলাররাও। তবে বাফুফের মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার আশ্বস্ত করেছেন নারী লিগ বন্ধ করার কোনো চিন্তাভাবনা তাদের নেই। বাফুফের ধারণা, আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা-পরিস্থিতির উন্নতি হবে এবং সেপ্টেম্বরেই আবার মাঠে নামানো যাবে মেয়েদের ফুটবল লিগ। এক দিন আগে বাফুফের জরুরি সভায় প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা কাপও বাতিল করা হয়েছে। তবে মেয়েদের খেলা নিয়ে বাফুফে ইতিবাচক। ছেলেদের ২০১৯-২০ ফুটবল মৌসুম পরিত্যক্ত ঘোষণা করা হলেও মেয়েদের ফুটবল মৌসুম শেষ করতে চায় দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বাফুফের মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার এ বিষয়ে বলেছেন, 'আমরা মেয়েদের লিগ বাতিল করব না। লিগে বিদেশি খেলোয়াড় খেলছে না। তাই সেভাবে ক্লাবগুলোর বড় রকমের খরচও নেই। করোনার কারণে আপাতত খেলা বন্ধই থাকবে। পরিস্থিতির উন্নতি হলে আগামী সেপ্টেম্বরে থেকে লিগের বাকি অংশের খেলা শুরু হতে পারে।'