লিগ বাতিলে বড় ক্ষতি ক্লাব-বাফুফের

প্রকাশ | ১৯ মে ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
খেলা না হওয়া মানে সবারই ক্ষতি। যারা খেলে সেই ক্লাবের ক্ষতি। আর যারা লিগ পরিচালনা করে তাদেরও ক্ষতি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ায় এখন ক্ষতির এ সমীকরণ মেলাচ্ছে ফুটবল লিগের ১৩টি ক্লাব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাত্র ৩৬টি ম্যাচ বা ৬ রাউন্ড হওয়ার পর চলতি বছরের ফুটবল লিগ বাতিল করা হয়েছে। লিগ শুরু করেও করোনাভাইরাসের কারণে স্থগিত করে দেওয়ায় ক্লাবগুলো বড় ধরনের আর্থিক ক্ষতি ও জটিলতায় পড়েছিল। বরং লিগ বাতিল হলে তাদের ক্ষতির পরিমাণ কিছুটা কমে। সেই কারণে ক্লাবগুলো স্থগিত হয়ে পড়া লিগ বাতিলের দাবিও জানিয়ে ছিল বাফুফের কাছে। বাফুফে সেই দাবি মেনে নিয়েছে। বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বাফুফেরও। সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সেই ক্ষতির আনুমানিক অঙ্কও কষে ফেলেছেন। গণমাধ্যমকে সোহাগ বলেন, 'লিগের স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ৩ কোটি টাকা পেতাম। লিগ যেহেতু বাতিল তাই সেই টাকা তো আমরা পাব না। এখন আপনিই হিসেব মিলিয়ে নিন, আমাদের কেমন ক্ষতি হলো!' আর্থিক ক্ষতি হলেও বাফুফে মহামারির এই দুঃসময়ে ফুটবল শুরু করে খেলোয়াড়দের জীবনের ক্ষতি করতে চায় না। সোহাগ বলেন, 'আমরা ফুটবলারদের জীবনকে কোনো ঝুঁকির মধ্যে রাখতে চাই না। আগে জীবন, পরে জীবিকা।' বিপিএলের ১৩টি ক্লাবের মধ্যে শীর্ষস্থানীয় পাঁচটি ক্লাবের লিগ বাজেট ৮-৯ কোটি টাকার মতো। এই ক্লাবগুলোর মধ্যে অনেকেই তাদের খেলোয়াড়দের শতকরা ৭০ বা ৮০ ভাগ টাকা পরিশোধ করেছে। সেই টাকা কীভাবে উদ্ধার হবে, তা নিয়ে ক্লাবগুলো এখন শঙ্কায়। খেলোয়াড়রা কী সেই টাকা ক্লাবগুলোকে ফেরত দেবেন? যদি দেন তাহলে তো আর্থিক ক্ষতি খেলোয়াড়দেরও! তা ছাড়া মাঠে না খেলে পকেটে টাকা নিয়ে চলে যাওয়াটাও তো শোভনীয় কিছু নয়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ স্বীকার করলেন, 'হঁ্যা, এটা অবশ্যই বড় একটা সমস্যা। দেখি আমাদের একটা সর্বসম্মত সমাধান খুঁজে বের করতে হবে। ক্লাব, খেলোয়াড় এবং বাকি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সবার স্বার্থ সুরক্ষা হয়- তেমন একটা উপায় খুঁজে বের করব। এই মৌসুম তো বাতিল হলো। এখন সামনের মৌসুমে ক্লাবগুলো যদি তাদের এবারের লিগের খেলোয়াড়দের দলে রাখতে চায় তাহলে তাদের সেই ইচ্ছা পূরণে অগ্রাধিকার দিতে হবে।' করোনাভাইরাসের এই সময়ের মধ্যে জার্মানিতে বুন্দেসলিগভ শুরু করতে পারলে বাংলাদেশ কেন পারল না? এই প্রশ্নের উত্তরে বাফুফে সাধারণ সম্পাদক নিজেদের অসহায়ত্ব স্বীকার করে নিলেন, 'ভাই, ওদের ফুটবল অবকাঠামোর সঙ্গে আমাদের কি তুলনা হয়?'