চড়া দামে বিক্রি বেসবল কিংবদন্তির জুতা

প্রকাশ | ১৯ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বেসবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পরিহিত ও অটোগ্রাফ সংবলিত নাইকির 'দ্য এয়ার জর্ডান ১এস' নামের জুতা জোড়া নিলামে ৫ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। রোববার অনলাইন ই-কমার্স সাইট সুথবে'র পস্নাটফর্মে নিলাম অনুষ্ঠিত হয়। ১৯৮৫ সালে নাইকির ডিজাইন করা এ জুতাটিতেই প্রথমবার কোনো অটোগ্রাফ দেন মাইকেল জর্ডান। আর জুতা জোড়া কিনে নিয়েছে লাসভেগাসের স্নিকার মিউজিয়াম 'শোজিয়াম' এর প্রতিষ্ঠাতা জর্ডান গ্যালার। জর্ডানের জুতা জোড়া ৫ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ায় রীতিমতো বিস্মিত হয়েছেন সিথবে'র পরিচালক ব্রাহাম ওয়েচার। তিনি বলেন, আমরা এটার দাম ১ লাখ থেকে দেড় লাখ ডলার উঠবে ভেবেছিলাম। কিন্তু শেষ এক ঘণ্টায় যেটা হলো সেটা রীতিমতো বিস্ময়কর। হুহু করে বাড়তেই থাকল দাম। নাইকির 'দ্য এয়ার জর্ডান ১এস' মডেল জুতার ৩৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে এই জুতা জোড়া নিলামে তুলেছিল। আর ক্যারিয়ারজুড়ে এই ব্র্যান্ডের জুতা পরে সফল হয়েছেন মাইকেল জর্ডান।