সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৯ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আফ্রিদিকে ফের গম্ভীরের খোঁচা ক্রীড়া ডেস্ক পাকিস্তানজুড়ে মানবিক সহায়তা চালিয়ে যাচ্ছেন শহীদ আফ্রিদি। দুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে যুদ্ধ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ত্রাণ সহায়তা দিতে গিয়েছিলেন সাবেক এ তারকা অলরাউন্ডার। কাশ্মীরে গরিব-দুঃখীদের সহায়তার ফাঁকে সংক্ষিপ্ত বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে বিতর্ক ছড়িয়ে দেন 'বুমবুম' খ্যাত আফ্রিদি। পাকিস্তানের সাবেক এ ক্যাপ্টেন বলেন, 'বিশ্ব আজ ভয়ানক রোগে আক্রান্ত। কিন্তু মোদির মনে রয়েছে এর চেয়ে বড় রোগ।' আফ্রিদির সেই তীর্যক মন্তব্যের ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্যস, আফ্রিদিকে পেয়ে বসেন গৌতম গম্ভীর। পাকিস্তানি এ ক্রিকেটারের সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার গম্ভীরের পুরানো শত্রম্নতা ফের মাথা চাড়া দিয়ে ওঠে। আফ্রিদিকে পাল্টা কড়া জবাব দিতে ভোলেননি বিজেপির বর্তমান এ এমপি। গম্ভীর রাগ ঝাড়তে গিয়ে আফ্রিদিকে মনে করিয়ে দিয়েছেন ১৯৭১ সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাসের কথা। এখানেই শেষ নয়। আফ্রিদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইমরান খান এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়াকে জোকার বলতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি গম্ভীর। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গম্ভীর লেখেন, '১৬ বছরের বালক আফ্রিদি বলছে, ২০ কোটি জনগণের সমর্থিত ৭ লাখ সেনা রয়েছে পাকিস্তানের। তারপরও ৭০ বছর ধরে কাশ্মীর ভিক্ষা চেয়ে চলেছে। আফ্রিদি, ইমরান এবং বাজওয়ার মতো জোকাররা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তানি জনগণকে বোকা বানাতে পারে। কিন্তু শেষ বিচারের দিন পর্যন্ত তারা কাশ্মীর পাবে না। বাংলাদেশের কথা স্মরণ আছে?' ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রীড়া ডেস্ক আগামী জুলাই মাসে তিনটি করে টেস্ট ও টি২০ ম্যাচ খেলতে ইংল্যান্ডে সফরে যেতে রাজি হয়েছে পাকিস্তান। তবে করোনা মহামারি কবলিত দেশটি সফরের জন্য ক্রিকেটারদের জোর করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান একটি নিউজ চ্যানেলকে বলেছেন, 'ইসিবির সঙ্গে শুক্রবার আমাদের সবকিছু নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পিসিবি নীতিগতভাবে জুলাইতে ইংল্যান্ডে আমাদের দল পাঠাতে রাজি হয়েছে।' ভিডিও কনফারেন্সে হওয়া এই আলোচনায় দুই বোর্ডই একমত হয়েছে যে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে, বিশেষ করে যে স্টেডিয়ামগুলোর সঙ্গে হোটেল আছে। কোনো খেলোয়াড় যদি যেতে না চায়, তার সিদ্ধান্ত আমরা মেনে নেবো আর তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না'- জানিয়ে ওয়াসিম খান বলেছেন, যদিও তিনি জানেন প্রতিটি খেলোয়াড়ই ইংল্যান্ড সফরে যেতে চাইবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে চারটি ভাড়া করা বিমানে ইংল্যান্ডে যাবে ২৫ জন খেলোয়াড়, সেখানে গিয়েই থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। ম্যানচেস্টার এবং সাউদাম্পটন সম্ভবত টেস্ট সিরিজের ভেনু্য হচ্ছে, ইসিবি খুব শিগগিরই তৃতীয় ভেনু্যর নাম জানিয়ে দেবে। করোনা-পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। সুতরাং সফরে খুব সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওয়াসিম খান স্বাস্থ্যবিধি প্রসঙ্গে বলেছেন, 'জীবাণু-সুরক্ষার জন্য সব ব্যবস্থাই নেবে আয়োজক দেশ। গোটা সফরেই আমাদের সঙ্গে থাকবে একটি মেডিকেল টিম। নিয়মিতভাবে আমাদের সব খেলোয়াড়ের পরীক্ষা ও শরীরের তাপমাত্রা দেখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই কঠিন সময়ে ক্রিকেট আবার শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ।'