রোনালদোর পর্যায়ে পৌঁছতে পারে হালান্ড : রিভালদো

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বরুশিয়া ডর্টমুন্ডের এরলিং ব্রাট হালান্ডের খেলায় মজেছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রিভালদো। এক সময়ের সতীর্থ ও কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর পর্যায়ে পৌঁছানোর মতো দক্ষতা নরওয়ের এই তরুণের মাঝে দেখতে পাচ্ছেন তিনি। বেটফেয়ার নামক বাজিকর প্রতিষ্ঠানের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটে নিয়মিত কলাম লেখেন রিভালদো। সম্প্রতি হালান্ডকে নিয়ে নিজের বিশ্লেষণ উপস্থাপন করেছেন এই বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার। ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে অবশ্য এখনই দ্য ফেনোমেনন খ্যাত রোনালদোর উত্তরসূরি ভাবতে নারাজ তিনি। তবে হালান্ডের সাফল্যের চূড়ায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে তার কোনো দ্বিমত নেই। 'কিছু লোক ইতোমধ্যে রোনালদো নাজারিওর সঙ্গে হালান্ডের খেলার ধরনের তুলনা শুরু করেছেন। কিছু মিল থাকতেও পারে (দুজনের মধ্যে)। কারণ হালান্ড দ্রম্নতগতিসম্পন্ন, নির্ভীক আর প্রচুর গোল করতে পারে। তবে সে রোনালদোর উত্তরসূরি হবে কি-না তা নিয়ে ভাবার সময় এখনও আসেনি। রোনালদো দুটি বিশ্বকাপ জিতেছে এবং চারটিতে অংশ নিয়েছিল। সে যেভাবে বল নিয়ে দৌড়ে যেত এবং গোল করত, সেটা গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। তাই হালান্ড রোনালদোর স্তরে পৌঁছতে পারে কি-না তা দেখার আমাদের আরও সময় প্রয়োজন।'