বাশারের ক্যারিয়ারে একমাত্র উইকেটটি লারার

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
হাবিবুল বাশার সুমন ব্রায়ান লারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মূল পরিচিতি ব্যাটসম্যান হিসেবেই। ক্রিকেট ক্যারিয়ারেই খুব বেশি হাত ঘোরাননি তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বসাকুল্যে একটি উইকেট পেয়েছিলেন মিস্টার ফিফটি, যা ছিল রেকর্ডের বরপুত্র হিসেবে খ্যাত ব্রায়ান লারার! ইউটিউব লাইভে এসে লারার উইকেট পাওয়ার গল্প শুনিয়েছেন বাশার। বাংলাদেশের বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচে সাজঘরে ফেরার আগে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন তিনি। মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করেছিলেন ক্যারিবীয় গ্রেট। এমন অবস্থায় মনে হচ্ছিল এই বুঝি তিনিই ডাবল সেঞ্চুরি করে ফেলবেন। তবে তখনই লারাকে আউট করেন মিস্টার ফিফটি। সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বাশার বলেন, 'যতদূর মনে আছে, লারা আগের ম্যাচে অল্প রানে আউট হয়েছিলেন। ওইদিন লারা নামার সময় দর্শকরা তাকে দুয়োধ্বনি দিয়েছিলেন। লারাকে 'ভুয়া' বলে চেঁচিয়েছিলেন। তাতে হয়তো তিনি তেতে গিয়েছিলেন। দর্শকদের দুয়োধ্বনির জবাবে কিছুই বলেননি লারা। শুধু মাঠে ঢোকার আগে পেছন ঘুরে একবার দর্শকদের দিকে তাকিয়েছিলেন।' সাবেক টাইগার ক্যাপ্টেন আরও বলেন, 'তারপরের ঘটনা তো ইতিহাস। আমাদের বোলিংকে তছনছ করে দেন। মনে হয় ৪৫ বলে হান্ড্রেড করেছিলেন। তো পাওয়ার পেস্ন'র ১৫ ওভার শেষে হঠাৎ ক্যাপ্টেন বুলবুল ভাই (আমিনুল ইসলাম বুলবুল) এসে বললেন, বল করতে পারবি? আমি তখন ঢাকার ক্লাব ক্রিকেটে প্রায় নিয়মিতই বোলিং করতাম। তাই বললাম ঠিক আছে দেন, করব।' বাশার যোগ করেন, 'আমার তখন আসলে কোনো ভয়ডর ছিল না। কারণ তার আগেই লারা বোলারদের ওপর দিয়ে সাইক্লোন বইয়ে দিয়েছে। আমার মনে হয়েছিল বাকিদের চেয়ে আমাকে আর বেশি কী মারবে? সবাইকে তো মেরেছেন, আমাকেও মারলে মারবে। এরপর বল করলাম। অফস্টাম্পের খানিকটা বাইরের বলে লারা এমনভাবে ব্যাট চালালেন যেন বলটা স্টেডিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু আমার সৌভাগ্য, তার ব্যাটের ভেতরের অংশে লেগে বল গিয়ে আঘাত হানল উইকেটে। আমি পেলাম ইন্টারন্যাশনালে আমার প্রথম উইকেট।' ম্যাচটিতে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে সেই একটি উইকেট পান বাশার, যা ছিল দলের হয়ে সেরা ইকোনমিক্যাল ফিগার। তবে ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাশারের প্রথম ও শেষ উইকেট।