ইতালিতে ২০ জুন ফিরছে সিরি'আ

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিতে সিরি'আ মাঠে ফেরানোর আনুষ্ঠানিক অনুমতি মিলেছে। আগামী ২০ জুন ইতালির শীর্ষ লিগ পুনরায় শুরু হতে পারে, জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। প্রতিযোগিতাটির ফেরার ব্যাপারে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিললেও লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সিরি'আ। এ মাসের শুরুতে একক পর্যায়ে অনুশীলনে ফেরে ক্লাবগুলো। এ সপ্তাহে শুরু হয়েছে গ্রম্নপ অনুশীলন। ইউরোপিয়ান ফুটবল পুরোদমে শুরু হতে যাচ্ছে জুন থেকে। মাঠে ফিরেছে বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগের শুরুর সময়ও নির্ধারণ হয়েছে। এরই সঙ্গে ইতালিয়ান লিগ সিরি'আ ফেরার ঘোষণাও এসেছে। ২০ জুন থেকে মাঠে ফিরবে ইতালির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা। তার আগেই অবশ্য ১৩ জুন থেকে ফুটবল শুরু হবে ইতালিতে, কোপা ইতালিয়া দিয়ে। করোনাভাইরাসের ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইতালি। প্রাণঘাতী ভাইরাসের ভয়াবহতা কমতে শুরু করেছে ইউরোপের দেশটিতে। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মানুষজন। এরই ধারাবাহিকতায় সিরি'আ মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিসেঞ্জো স্পাদাফোরা। প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার তিনি ২০ জুন থেকে লিগ শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সিরি'আ ফেরার আগেই অবশ্য ফুটবল লড়াই শুরু হয়ে যাবে ইতালিতে। ১৩ জুন থেকে হবে কোপা ইতালিয়ার সেমিফাইনালের লড়াই। আর ২০ জুনের মধ্যেই প্রতিযোগিতাটির ফাইনাল আয়োজনের পরিকল্পনা তাদের। ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দামিয়ানো তোমাসির জানিয়েছিলেন, নিরাপত্তার বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলে খুশি মনে মাঠে ফিরতে প্রস্তুত খেলোয়াড়রা। তার এমন মন্তব্যের মধ্যেই ফুটবল ফেরার ঘোষণা এলো। ইতালির ক্রীড়ামন্ত্রী স্পাদাফোরা বলেছেন, 'লিগ ২০ জুন শুরু হবে, আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রী কন্তের সঙ্গে আলোচনা করেছি।'