জিদানের কথায় লিগ জিতেছিল রিয়াল

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চার বছর আগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকে হারিয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের ১১তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছিল। কিন্তু কীভাবে ইউরোপ সেরা হয়েছিল দলটি? সেটাই উয়েফাকে শুনিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। অ্যাটলেটিকোর বিপক্ষে মিলানের সেই ফাইনালের পর রিয়াল আরও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে টানা দুবার। একমাত্র কোচ হিসেবে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কৃতিত্ব কেবল জিনেদিন জিদানেরই। মিলানের সেই ফাইনাল থেকেই যেন বদলে যাওয়া সব। এ ব্যাপারে রামোস বলেন, 'জিদান আমাদের মাথা ঠান্ডা রেখে এবং ম্যাচ বুঝে খেলতে বলেছিলেন। বলেছিলেন, এভাবে খেললেই ম্যাচ আমাদের হাতে চলে আসবে। তিনি বলেছিলেন আমাদের নিয়ে তিনি গর্বিত। আর চ্যাম্পিয়ন্স লিগ শেষ পর্যন্ত আমাদেরই হবে।'