সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চীনের ওপর ক্ষোভ ঝাড়লেন হরভজন-শোয়েব ক্রীড়া ডেস্ক মহামারি করোনাভাইরাসের জন্য সরাসরি চীনকে দায়ী করলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং টুইটারে চীনের উপর একগুচ্ছ রাগ উগরে দিলেন তিনি। তার সরাসরি অভিযোগ, পৃথিবীকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে চীনারাই। নিজেদের অর্থনীতির একছত্র আধিপত্য কায়েম করতেই করোনা ছড়িয়েছে তারা।? ২৮ মে পর্যন্ত চীনে নতুন করে কারো শরীরে করোনা সংক্রমণ হয়নি।?এই খবরটিকে রিটুইট করে হরভজন লিখছেন, 'চীনের উদ্দেশ্য ছিল, করোনাভাইরাস গোটাবিশ্বে ছড়িয়ে দাও। তারপর পিপিই কিট ও মাস্ক বিক্রি করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করো।' ভাজ্জি আরও লিখছেন, 'এটাই ছিল ওদের পস্ন্যান গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করে তোলা' হরভজন একা নন, করোনাভাইরাস মহামারির জন্য চীনকে তুলোধোনা করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও? নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, 'আমি বুঝতে পারি না, কেন আপনারা বাদুর, বাদুরের রক্ত, প্রস্রাব খান এবং গোটা বিশ্বে ভাইরাস ছড়িয়ে দেন? আমি চীনাদের কথা বলছি। বিশ্বকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে এই দেশটা। আমি বুঝতে পারি না, কীভাবে বাদুর, কুকুর ও বেড়াল খান আপনারা? আমি প্রচন্ড ক্ষুদ্ধ'। খেলরত্ন পুরস্কার পাচ্ছেন রোহিত ক্রীড়া ডেস্ক প্রতি বছর ক্রীড়াক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরস্কার দিয়ে থাকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর। ২০২০ সালের খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা ও অ্যাথলেট নীরজ চোপড়া। শনিবার কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর থেকে ভারতীয় বোর্ডের কাছে নাম মনোনয়নের নির্দেশ দেওয়া হয়। মূলত জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯-এর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে মনোনীত হন রোহিত। রোহিতকে মনোনীত করার কারণ জানিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এক বিবৃতিতে বলেন, 'আমরা শেষ তিন বছরের সব পরিসংখ্যান খতিয়ে দেখেছি। রোহিত এমন কিছু মাইলফলক ছুঁয়েছে যা সীমিত ওভারের ক্রিকেটে অনেকেই কল্পনা করতে পারে না।' তিনি আরও যোগ করেন, 'আমরা মনে করি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রোহিতই যোগ্য সদস্য। রান করার পাশাপাশি রোহিত যে ধারাবাহিকতা ও দায়িত্বজ্ঞান দেখিয়েছে, সেটাই তাকে অনেক এগিয়ে রেখেছে।' এছাড়া অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও দীপ্তি শর্মা। তাদের নিয়েও প্রশংসা করেন সৌরভ।