অধিনায়ক কোহলিকে গড়ে তুলেছেন ধোনি

প্রকাশ | ০১ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যখন দারুণ পারফর্ম করছিল দল, তখনই ভবিষ্যতে চোখ ছিল ভারতের। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় বিরাট কোহলিকে। সম্ভাব্য উত্তরসূরিকে একটু একটু করে গড়ে তুলেছেন ধোনি। সেই দিনগুলি মনে করেই কোহলি বলছেন, ধোনির কাছ থেকে নেতৃত্বের অনেক কিছু শিখেছেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে আগেই সরে যাওয়া এম এস ধোনি অবসর নেননি সীমিত ওভারের ক্রিকেট থেকে। কিন্তু গত বিশ্বকাপের পর তাকে দেখাও যায়নি ভারতীয় দলে। ধোনির ছেড়ে দেওয়া জায়গা হুট করেই পেয়ে গেছেন, আর আনছেন সাফল্য। বিষয়টাই এতটাই সরল নয় বিরাট কোহলির। ব্যাটিংয়ের তালিম হয়তো তিনি ধোনিকেও দিতে পারঙ্গম। কিন্তু অধিনায়কত্ব তাকে শিখতে হয়েছিল ধোনির কাছেই। তাও খুব অল্প সময়ে নয়। ছয়-সাত বছর লাগিয়ে নিজেকে নেতা বানানোর মুন্সিয়ানা আত্মস্থ করেছেন ভারত অধিনায়ক। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম কথোপকথনে কোহলি জানিয়েছেন, লম্বা সময় ধরে তিনি ধোনির বিশ্বার্স অর্জন করেছিলেন বলেই পেয়েছিলেন অধিনায়কত্ব। দায়িত্ব নেওয়ার প্রতি সবসময়ই ঝোঁক ছিল কোহলির। শেখার তাগিদে তাই সবসময় ধোনির সঙ্গে কথা বলতেন প্রচুর। এ প্রসঙ্গে কোহলি বলেন. 'দায়িত্ব নিতে আমার সবসময়ই ভালো লাগত। একটা সময় ব্যাপারটা ছিল, ম্যাচ খেলার তাড়না। একাদশে নিয়মিত সুযোগ পাওয়া। শুরুতে সব ম্যাচ অবশ্যই খেলতে পারিনি। তবে সবসময় এটা নিশ্চিত করতে চাইতাম যেন আলোচনায় থাকি। তারা যেন বলেন, 'এই ছেলেটাকে নেওয়া যায় কি না। '