বাংলাদেশের হৃদয় ভেঙেছিলেন কার্তিক

প্রকাশ | ০২ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মহেন্দ্র সিং ধোনির সময়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হওয়াটাই যেন কাল হয়েছে দিনেশ কার্তিকের। দারুণ প্রতিভাবান হওয়ার পরও দলে নিয়মিত হননি কখনোই। তবে যখনই সুযোগ পেয়েছেন, চেষ্টা করেছেন যোগ্যতার প্রমাণ দিতে। জাতীয় দলে বেশ কয়েকটি ঈর্ষণীয় সাফল্যও আছে তার। যার মধ্যে অন্যতম নিদাহাস ট্রফি। শ্রীলংকায় তিন জাতি এই সিরিজের ফাইনালে শেষ ওভারের শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের হৃদয় ভেঙেছিলেন কার্তিক। যেটি আসলে তার ক্যারিয়ারেই অন্যতম সেরা অর্জন। গতকাল সোমবার কার্তিক পা রেখেছেন ৩৫ বছরে। এ দিন উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সতীর্থ রোহিত শর্মা ফের টেনে আনলেন সেই নিদাহাস ট্রফি প্রসঙ্গ। শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের হৃদয় ভাঙা কীর্তির জন্য তাকে আরও একবার ধন্যবাদ জানালেন রোহিত। নামের আদ্যক্ষর ধরে দিনেশ কার্তিকের ডাক নাম 'ডিকে'। রোহিত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন ডিকে বাবা। শেষ বলে ওই ছক্কার জন্য ধন্যবাদ।'