কোচদের জন্য মাশরাফির অন্যরকম উপহার

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি নিজের ১৮ বছরের প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন তিনি, যা বিক্রি হয় ৪২ লাখ টাকায়। ব্রেসলেটটি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে নানাদিকে সাহায্য করে যাচ্ছেন মাশরাফি। এরই ধারাবাহিকতায় ঢাকার কোচদেরও সাহায্য করেছেন তিনি। মঙ্গলবার ব্রেসলেট নিলামে প্রাপ্ত টাকার একাংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তালিকাভুক্ত ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির কোচদের উপহার হিসেবে প্রদান করেন নড়াইল এক্সপ্রেস। অন্যান্য ক্ষেত্রে খাবার বিতরণ করা হলেও রাজধানীর ধানমন্ডিতে আবাহনী লিমিটেডের মাঠে ক্রিকেট তৈরির কারিগরদের কাছে সরাসরি অর্থ তুলে দেওয়া হয়। এদিন মোট ৮২ জন কোচের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ উপহার দেওয়া হয়। এর আগে মাশরাফি জানিয়েছিলেন নিলাম থেকে প্রাপ্ত মোট অর্থের ২৫ লাখ টাকা নড়াইলবাসীর জন্য ব্যয় করা হবে। বাকি টাকা ঢাকা শহরের ক্রিকেট কোচের আর্থিক সহায়তায়, মুক্তিযোদ্ধাদের কল্যাণে, স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের উন্নয়নে ব্যয় করার কথা জানিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। কোচদের বিশেষ উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আমিরুল ইসলাম ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন, সৈয়দ সুলতান আবেদিন ও আব্দুলস্নাহ আল জাবের। এছাড়া বাংলাদেশ ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনাকালীন দুর্দিনে কোচদের পাশে দাঁড়ানোয় মাশরাফি বিন মর্তুজার প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশন।