রোনালদোরা মাঠে নামছেন ২৩ জুন

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান সিরি'আ সূচি প্রকাশিত হয়েছে। শেষ তিন রাউন্ড ছাড়া বাকি ম্যাচগুলোর দিনক্ষণ জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। মৌসুমের বাকি অংশে প্রতিটি দলকে সপ্তাহে দুবার করে মাঠে নামতে হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের জুভেন্টাসের প্রথম ম্যাচ আগামী ২৩ জুন। আগামী ২০ জুন থেকে সিরি'আ মাঠে গড়ানোর কথা আগেই জানানো হয়েছিল। সোমবার লিগ কর্তৃপক্ষ সূচি প্রকাশ করার পাশাপাশি নিশ্চিত করেছে যে, চলতি ২০১৯-২০ মৌসুম শেষ হবে আগামী ২ অগাস্ট। সূচিতে আরও দেখা যাচ্ছে যে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো ম্যাচ থাকছে। ২০ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে কেবল ছয়দিন কোনো খেলা নেই। এখনো ১২ রাউন্ডের খেলা বাকি রয়েছে। তবে আটটি দলের হাতে একটি করে বাড়তি ম্যাচ আছে। শুরুতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো। আর লিগ ফেরার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে তোরিনো-পার্মা এবং হেলাস ভেরোনা-কাগলিয়ারি। পরদিন সাম্পদোরিয়াকে মোকাবিলা করবে পয়েন্ট তালিকার তিনে থাকা ইন্টার মিলান। অন্য ম্যাচে মাঠে নামবে আটালান্টা-সাসুয়োলো।