নেইমার-এমবাপের দাম কমছে

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনার কারণে বেশ আগেই শেষ হয়েছে ফরাসি লিগ ওয়ান। যে কারণে এ মৌসুমে ঘরোয়া টুর্নামেন্টে আর মাঠে নামছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর তাই পিএসজির কিলিয়ান এমবাপে ও নেইমারের দাম কম হবে বলে ধারণা করছে আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেপিএমজি। দল বদলের তথ্যের জন্য বিখ্যাত ট্রান্সফারমার্কেট এমবাপের মূল্য ধরেছে ১৮০ মিলিয়ন। তবে আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেপিএমজি আরেকটু কমিয়ে এনেছে অংকটা। তাদের ধারণা, পিএসজি যেহেতু এ মৌসুমে আর লিগে মাঠে নামছে না, তাতে এমবাপের মূল্য ১৭৭ মিলিয়ন ইউরোতে নেমে আসবে। নেইমারের মূল্য হবে ১৩৭ মিলিয়ন! এমবাপেকে টানতে অনেকদিন ধরেই চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। আর তাই আগামী মৌসুমে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ইউরো মূল্যে নাকি রিয়াল মাদ্রিদে আসার কথা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল ফ্রান্সের এই তরুণ তারকা ফরোয়ার্ডের। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পর সেটা হওয়া নিয়ে বড় রকমের শঙ্কা রয়েছে। ইউরোপের সব লিগ স্থগিত হয়ে যাওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নের সংসদের ফ্রেঞ্চ সদস্য ড্যানিয়েল কন-বেন্ডিট বলেছিলেন, কোভিড-১৯ এর প্রভাবে ইউরোপের সব লিগ যদি বাতিল হয়ে যায়, তবে সে ধাক্কা সামলে নিয়ে কোনো দলের পক্ষেই আর দলবদলে বড় অঙ্ক খরচ করা সম্ভব হবে না। এমবাপের মূল্যই নাকি মাত্র ৪০ মিলিয়ন ইউরোতে নেমে আসবে। আর সেটা খরচ করার মতো ক্লাবও নাকি থাকবে না। করোনাভাইরাস পরবর্তী যুগে ফের লিগ চালু হচ্ছে ইউরোপে। এ অবস্থায় খেলোয়াড়দের দলবদলের বাজারে বর্তমান মূল্য জানাল কেপিএমজি। করোনার আগেও তারা এমবাপের মূল্য ধরেছিল ২২৫ মিলিয়ন ইউরো। কিন্তু এখন সেটা নেমে এসেছে ১৭৭ মিলিয়ন ইউরোতে। আর যদি লিঁও ও অন্যান্য ক্লাবের আইনি চেষ্টায় আবার লিগ ওয়ান মাঠে গড়ায়, সে ক্ষেত্রে এমবাপের মূল্য বেড়ে ১৮৮ মিলিয়ন ইউরো হবে। এদিকে নেইমারের মূল্য ১৩৭ মিলিয়ন ইউরোতে নেমে আসবে বলে ধারণা কেপিএমজির। যেটা করোনার আগে ১৭৫ মিলিয়ন ইউরো ছিল।